Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

(ক) বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব অসহায় পরিবারের মধ্যে ত্রাণ

      কার্যক্রম পরিচালনা।

(খ) ভি .জি. এফ.কর্মসূচীর  আওতায় গরীব অসহায় পরিবারের মধ্যে

      খাদ্যশস্য  বিতরণ।

(গ) মানবিক সহায়তার আওতায়  গরীব অসহায় পরিবারের মধ্যে 

     কম্বল, ঢেউটিন, জি.আর.খাদ্য শস্য, জি.আর.ক্যাশ বিতরণ করা

     হয়।

(ঘ) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচীর আওতায়

     গ্রামীণ অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জন কল্যানমূলক

     প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়।

(ঙ) গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় গ্রামীণ

     অবকাঠামো নির্মাণ/পুনঃ নির্মাণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান এর

     মাঠে মাটি ভরাট সহ উন্নয়ন করা হয়।

(চ) অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির  আওতায় গ্রামীণ

     অবকাঠামো নির্মাণ/পুনঃ নির্মাণ, সংস্কার/মেরামত, শিক্ষা

     প্রতিষ্ঠানের/ জনকল্যানমূলক  প্রতিষ্ঠানের মাঠে/আঙ্গিনায় মাটি

     ভরাট করা হয়।

(ছ)গ্রামীণ রাস্তায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ছোট ছোট (১২ মিঃ পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ করা করা হয়।